বিভেধ ভুলে ইফতার, সবার জন্য ইফতার এই স্লোগানে
প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন হত দরিদ্র পরিবারের মধ্যে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করি।। প্রতিটি পরিবারের জন্য একটি প্যাকেজ আমরা প্রদান করি। আমাদের স্বেচ্ছাসেবীদের সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে একেবারে হতদরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয় একটি করে প্যাকেজ। যেহেতু একেক জন মানুষ একেক জায়গার তাই আমরা সবাইকে এক জায়গায় করতে পারিনি। বরং আমাদের ভলেন্টিয়াররা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। অনেকে ছবি তুলতে চান নি তাই ছবি তুলি নি আমরা।। আবার যারা রাজি হয়েছেন তাদেরও কারো আমরা সরাসরি ছবি তুলিনি।।
প্রতি প্যাকেজে যা যা ছিল :
ছোলা ১কেজি
মুড়ি ১ কেজি
পেঁয়াজ ২ কেজি
তেল ১ লিটার
মুসুরডাল ১ কেজি
খেজুর ১ কেজি
চিনি ১ কেজি
লবন ১ কেজি
সেমাই ২ প্যাকেট
দুধের গুঁড়া ৪০০ গ্রাম
প্রতিটি প্যাকেজের খরচ ধরা হয়েছে ১১০০ টাকা আমরা মোট ৩০ টি পরিবারের হাতে ইফতার ও ঈদে সামগ্রী তুলে দেই। আশা করি এবারের ঈদ তাদের ভালই কাটবে।। পরিশেষে ধন্যবাদ জানাই আর ডি এন এর সকল শুভাকাঙ্ক্ষী ও যারা অনুদান দিয়ে আমাদের এই কাজটিকে বেগবান করেছেন।। ধন্যবাদ সবাইকে।।