স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৩

বহু বছরের প্রতিক্ষার পরে, আজ আমরা একসাথে ৩৫ টি সংগঠন মিলিত হয়েছিলাম পৌরপার্ক মাইজদীতে, সবাই মিলে গড়ব সুন্দর নোয়াখালী এই স্লোগান নিয়ে আমরা সবাই আজ মিলিত হয়েছিলাম সঙ্ঘবদ্ধ হয়ে পুরো নোয়াখালী জেলার জন্য কাজ করার লক্ষ্যে। সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, নোয়াখালী এই ব্যানারে আজকের এই মিলনমেলা চোখ বন্ধ করে আমরা বলতে পারি সফল হয়েছে।। আজ আমরা পরিচিতি পর্ব শেষ করেছি, আনন্দ করেছি আড্ডা দিয়েছি, একই সাথে আমরা ভবিষ্যতে কি করতে চাই তার একটি সম্যক ধারণাও দেয়া হয়েছে।

আলোকিত মানবিক অর্গানাইজেশনের মুখপাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালিত হয়, অনুষ্ঠানের মূল আয়োজনে মূখ্য ভূমিকা রাখেন, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন তপু সৌমেন ও এডমিন কাদের রাসেল, আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা, বন্ধু মহল ব্লাড ডোনার্ নোয়াখালীর প্রধান দূর্জয় ভৌমিক, ড্রীম লাইট অব হেল্প সেন্টারের বাসার সিয়াম ও চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের টি আই সুজন। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করে এইচ এস বি ও সংগঠনের প্রধান ফাহিদা সুলতানা, মূল বক্তব্য রাখেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রধান সাইফুল রহমান রাসেল। আশা করি আজ যারা উপস্থিত ছিলেন সবাই একই লক্ষে কাজ করে যাবেন। শীঘ্রই আমরা পরবর্তী প্রোগ্রামের জন্য প্ল্যান শুরু করব। পরিশেষে ধন্যবাদ জানাই সবাইকে, অংশগ্রহণকারী, আয়োজক এবং যারা সিনিয়র ছিলেন।।

ইতোমধ্যে যারা যুক্ত হয়েছেন সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, নোয়াখালী এই ব্যানারেঃ

১ . ড্রীম লাইট অব হেল্প সেন্টার
২. রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন
৩. নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স
৪. নোয়াখালী টপ ব্লাড গ্রুপ
৫. ফেরারী নেটওয়ার্ক
৬. কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ
৭. পারি ফাউন্ডেশন নোয়াখালী
৮. নোয়াখালী ইয়ুথ ফোরাম
৯. আলোকিত মানবিক অর্গানাইজেশন
১০. ABO Blood Foundation
১১. চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন
১২. তরুন সমুদ্র রক্তদান সংস্থা।
১৩. জাগ্রত একতা যুব সংগঠন
১৪. বন্ধু মহল ব্লাড ডোনার, নোয়াখালী
১৫. রেড লাভ বিডি
১৬. ব্লাড হোস্ট
১৭. মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী
১৮. SHBO
১৯. নিরাপদ নোয়াখালী চাই
২০. স্টুডেন্টস্ অব নোয়াখালী
২১. নোয়াখালী ব্লাড হান্টার
২২. নোয়াখালী স্বাস্থ্য ফোরাম
২৩. ক্ষুধা নিবারণ (স্বপ্নছোঁয়া)
২৪. নোয়াখাইল্লা ফুডিজ
২৫. নোয়াখালী প্রেরণা ফাউন্ডেশন
২৬. চৌমুহনী এস এ কলেজ এলামনাই এ্যাসোসিয়েশন
২৭. আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন
২৮. রামনগর শান্তি সংঘ
২৯. বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট
৩০. নোয়াখালী জেনারেল ব্লাড ফাউন্ডেশন
৩১. ওয়েল ফেয়ার ব্লাড সোশ্যাল ফাউন্ডেশন
৩২. স্মাইলিং ফেস হেল্প সেন্টার
৩৩. ইয়ং হেল্প হিউম্যান বিডি
৩৪. নবজাগরণ ব্লাড ফাউন্ডেশন
৩৫. আমরা নোয়াখাইল্লা পরিবার
৩৬. নিঝুম ব্লাড ফাউন্ডেশন
৩৭. হাতিয়া মানব কল্যাণ ফোরাম
৩৮. মানব সেবা ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী
৩৯. রাজগঞ্জ ছাত্র যুব মানবকল্যাণ সংগঠন
৪০. বিডি ক্লিন
৪১. ফ্রেন্ডস সোসাইটি অব নোয়াখালী
৪২. স্বপ্ন যাএা সোসাইটি
৪৩. শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন
৪৪. সানোখালী ব্লাড হেল্প অর্গানাইজেশন
৪৫. প্রতিভা ব্লাড ব্যাংক এসোসিয়েশন
৪৬. ফুলমুন ফাউন্ডেশন
৪৭. চাটখিল সেবা ক্লাব
৪৮. ছয়ানি মার্কেট ব্লাড ডোনার ক্লাব
৪৯. পাঁচগাঁও সোশ্যাল হেল্প অর্গানাইজেশন
৫০. এন সোশ্যাল ব্লাড ডোনেট ক্লাব
৫১. অধিকার কর্মী- স্বেচ্ছাসেবী
৫২. নোয়াখালী ব্লাড ফাইটার্স
৫৩. মানব সেবা সংঘ (সিংবাহুড়া)
৫৪. ইসলামী কালচারাল সেন্টার সোনাচাকা, চাটখিল
৫৫. Voluntary Blood Donor Club (VBDC)
৫৬. বদলকোট মানবকল্যাণ ও রক্তদান ক্লাব
৫৭. আলোর দিশারী ব্লাড ব্যাংক
৫৮. বাইশসিন্দুর স্পোর্টিং এন্ড সোস্যাল ক্লাব
৫৯. স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বদলকোট
৬০. চাটখিল ঐক্য কল্যাণ পরিষদ
৬১. আলাইয়ারপুর স্বেচ্ছায় রক্তদান ফোরাম (AVBDF)
৬২. নবযাত্রা তরুণ সংঘ
৬৩. মোহাম্মদ পুর যুব সংগঠন
৬৪. নোয়াখালী থ্যালাসেমিয়া পরিবার
৬৫. ব্রেইভ ওয়ারিয়র্স ক্লাব
৬৬. খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব

এখনো যারা যুক্ত হননি আমাদের এই প্লাটফর্মে, চাইলেই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।। আমাদের পেইজের ইনবক্সে আপনার সংগঠনের বিস্তারিত দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশনটি করে রাখতে পারেন। পরবর্তী সময়ের যেকোনো পরিকল্পনায় আপনাকে যুক্ত করে নিব।। একই সাথে সকল এডমিনদের চ্যাট গ্রুপে আপনাকে যুক্ত করে নিব।।