সরকারি আবাসিক এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম

শুভ নববর্ষ, বছরের প্রথম দিন শুরু হোক পরিচ্ছন্নতার সাথে। আজ আমরা ছিলাম মাইজদী সরকারি আবাসিক এলাকায়। এখানে আমরা আমাদের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছি, দিঘীর পূর্ব পাশের এর আশে পাশের সকল ময়লা খুঁজে, কুড়িয়ে, তুলে এক জায়গায় জরো করে এসেছি আমরা একই সাথে অনুরোধ থাকবে পৌরসভার কাছে উক্ত ময়লাগুলো যেনো যথাস্থানে নিয়ে যাওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন অবশ্যই সুন্দর পরিচ্ছন্ন নোয়াখালী জেলা হবেই হবে।

আমাদের মূল লক্ষ্য পরিচ্ছন্ন নোয়াখালী।। তারই ধারাবাহিকতায় আমরা এই পরিচ্ছন্নতার কাজ নিয়মিত ভাবে করে আসছি।।