১০ম মাইজদী বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়

প্রায় ২ বছর পর আবার আরডিএন তার পুরনো ছন্দে ফিরে এলো। এবং সফল, আসলে পুরনো চাল ভাতে বাড়ে এই প্রবাদটি একদম সঠিক।।

মাইজদী বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়েআজ আমাদের ১০ম পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম ছিলো, এটি মূলত আরডিএন এর সব থেকে গুরুত্বপূর্ন একটি পদক্ষেপ। মন সুন্দর যার সে রাখে দেশ পরিস্কার এই স্লোগানে মূখরিত হয়েছিলো আজ মাইজদী বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়ের সকল ছাত্র/ ছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং একই সাথে আমাদের ভলেন্টিয়াররা।।

অনেকটা সময় ধরে বাচ্চাদের পরিচ্ছন্নতার বিষয়ে সম্যক ধারনা দেয়া হয়, একই সাথে কিভাবে ব্যক্তিজীবনে ও পরিবারে এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া যায় তার শপথ করানো হয়। বাচ্চাদের সাথে নিয়ে শ্রেণীকক্ষ ও আঙ্গিনা পরিস্কারের মধ্য দিয়ে আমাদের আজকের এই হাতে কলমে পরিচ্ছন্নতা কার্যক্রম বেগবান হয়।।

দারুন এই আয়োজনে মুগ্ধ শিক্ষক ও ছাত্র/ ছাত্রীরা। একই সাথে আমাদের ভলেন্টিয়াররাও দারুন উদ্যমী হয়ে শেষ করে আজকের এই আয়োজন।।