আমরা ফুল দিতে যাই না বরং পরিস্কার করতে যাই।

ছবিগুলো শুরু থেকে শেষ অব্দি দেখবেন, আগে পরের বিষয়টা বুঝবেন।

বরাবরের মতো এবারো আমরা রয়েল ডিষ্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ ২১ ফেব্রুয়ারি ২০২২ শহিদ মিনারে ফুল দিতে যাই নি। আমরা শুধু ২১শে ফেব্রুয়ারি না ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এমনকি যাই না নোয়াখালী মুক্ত দিবসেও।

তবে আমরা অবশ্যই যাই, কখন জানেন??
সকলের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের পর অপরিচ্ছন্ন সে সকল বেদীগুলো পরিচ্ছন্ন করতে। আমাদের সম্মান প্রদর্শন হয় এভাবেই। আমরা ভাবি শুধু সম্মান দেখানো একদিনেই শেষ হয়ে যায় না। বরং সারা বছর জুড়ে তাকে সম্মান দেখানোই হলো আসল সম্মান। আর তাই আমরা প্রতিটি জাতীয় বিশেষ দিবসের পর হাজির হয়ে যাই সেখানে আর পুরো টিম লেগে যাই তা পরিস্কার করার কাজে। ২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা এই কাজই করে যাচ্ছি শুধু মাত্র হৃদয় থেকে দেশের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে একটি পরিচ্ছন্ন নোয়াখালী জেলার জন্য।২১শে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিন ও একই সাথে সকল জাতীয় দিবসে জেলার প্রায় সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। অবশ্যই তা দেশের প্রতি সম্মান দেখিয়ে, অবশ্যই তা ভাষা শহীদের প্রতি সম্মান দেখিয়ে, অবশ্যই তা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে। তবে, কিন্তু, কথা থেকেই যায়!! এই যে এতো এতো আড়ম্বর করে আপনি ফুল দিয়ে সম্মান জানিয়ে এলেন সেখানেই কি আপনার দায়িত্ব শেষ??? সম্মান দেখাতে গিয়ে দেশের সূর্য সন্তানদের স্মৃতিস্তম্ব যে অপরিস্কার করে আসলেন তা পরিস্কার করে কি মূল সম্মানটুকু দেখানো যায় না??? এই প্রশ্নটা রেখে গেলাম।।

আমরা চাই শুধু একদিন না প্রতিদিন কোন না কোন সংগঠন, দল মত নির্বিশেষে এই বিশেষ স্মৃতিস্তম্বগুলো পরিচ্ছন্ন করার কাজ করেই যাবেন, এক দুই হাত করে হাজার লক্ষ হাত একদিন সারা দেশ পরিচ্ছন্নতার কাজে হাত লাগাবে। আমরা স্বপ্ন দেখি একটি পরিচ্ছন্ন নোয়াখালী জেলা তথা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ।

আজ ২২-০২-২০২২ সকাল ৭টায় আমরা ২১শে ফেব্রুয়ারি পরবর্তী নোয়াখালী জেলা শহীদ মিনার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই মিনারের আশে পাশে এতো এতো ময়লা, সব ফুল, ককশীট, কাগজ, পোস্টার দিয়ে ভরা ছিলো। আজ আমরা পুরো মিনার ও এর আশে পাশের সকল ময়লা খুঁজে, কুড়িয়ে, তুলে এক জায়গায় জরো করে এসেছি আমরা একই সাথে অনুরোধ থাকবে পৌরসভার কাছে উক্ত ময়লাগুলো যেনো যথাস্থানে নিয়ে যাওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন অবশ্যই সুন্দর পরিচ্ছন্ন নোয়াখালী জেলা হবেই হবে।

  • মন সুন্দর যার সে রাখে দেশ পরিস্কার।