আরডিএন এর ২০২১ সালের সর্বশেষ পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম সহযোগিতায় সংযুক্তি – নোয়াখালীর অনলাইন শপ। গত শুক্রবার ৩১ ডিসেম্বর সকাল ৭ঃ৩০ এ আমরা মিলিত হয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে জেলা জামে মসজিদের সামনের রাস্তায় পরিচ্ছন্নতার কাজ শেষ করি। এই দিন আমাদের সাথে যোগ দেয় নোয়াখালী সাইবার ওয়ারিওর্স। সবাই এক সাথে হয়ে শেষ করি ২০২১ সালের শেষ ও ২০২২ সালের প্রথম অনুষ্ঠান।