আরডিএন’র বাৎসরিক গেট টুগেদার ২০২১

ছোটখাটো আয়োজনে ১৮ই ডিসেম্বর ২০২১ তারিখে নোয়াখালী ড্রিম পার্কে হয়ে গেলো রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের ভলেন্টিয়ারদের বাৎসরিক গেট টুগেদার। গত ২ বছর করোনার কারনে আমরা আমাদের এই নিয়মিত আয়োজন করতে পারিনি। মূলত এই দিনে আমরা সারা বছরের জন্য আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি এবং সেই লক্ষ্যে কাজ করে যাই।। আমাদের নিয়মিত কাজ গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসবো এই প্রত্যয়ে একটা দারুন দিন কাটালাম।। সেচ্ছাসেবীরা সবাই নানান আয়োজনে এই দিনে চমৎকার ভাবে অতিবাহিত করেছে। পরিশেষে কজন মানুষকে ধন্যবাদ না দিলেই নয়।। যারা আমাদের এই আয়োজন দারুন ভাবে সম্পন্ন হতে সহায়তা করেছেন। Tonmoy Dey Opu সম্মানিত উপদেষ্টা আরডিএন, আমাদের এই আয়োজন তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার কেক দিয়েছেন। Fojilatun Munna – @Munna’s Creation এর পক্ষ থেকে আমাদের একটা শুভেচ্ছা উপহার কেক দিয়েছেন। সংযুক্তি হেঁশেল – Songjukti Heshel আমাদের খাবারের স্পন্সর করছেন, বিরাট একটা শুভেচ্ছা ডিস্কাউন্ট দিয়ে। Joy Barman Saikot Caracal Express এর পক্ষ থেকে সুরক্ষা উপহার মাস্ক দিয়েছেন। পরিশেষে ধন্যবাদ জানাই আয়োজন টিমের সবাইকে ও সকল স্বেচ্ছাসেবীদের।।