রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের কার্যক্রমের মধ্যে একটি নিয়মিত কার্যক্রম হলো রোজায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। গত ৩ বছর আমরা নিয়মিত ভাবে এই ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি এবারো তার ব্যক্তিক্রম নয়। আমাদের ভলেন্টিয়াররা নিজ নিজ এলাকায় খুঁজে খুঁজে মোট ৫০টি পরিবারের তথ্য সংগ্রহ করেছেন যারা একেবারেই সহায়হীন, দরিদ্র ও দিন মজুর যাদের দৈনিক শ্রম বন্ধ হওয়ায় পুরো পরিবার পড়েছেন বিপাকে। আর তাই আমরা আরডিএন এগিয়ে এসেছি এই মানুষগুলোর জন্য সামান্য সাহায্য ইফতার ও সেহরি সামগ্রী নিয়ে। মোট ৫০টি পরিবারের মাঝে এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
ছোলা ১কেজি
মুড়ি ১ কেজি
পেঁয়াজ ২ কেজি
তেল ১ লিটার
মুসুরডাল ১ কেজি
খেজুর ১ কেজি
চিনি ১ কেজি
লবন ১ কেজি
� আমরা কাউকেই এক জায়গায় জড়ো হতে বলিনি বরং আমাদের স্বেচ্ছাসেবীরা সবার বাড়িতে গিয়ে গিয়ে এই উপহার পৌঁছে দিয়েছে।
� প্রাথমিক ভাবে আমাদের আরো কম টার্গেট থাকলেও গ্রুপের নিয়মিত ডোনার ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা ৫০ পরিবারকে সহায়তা দিতে পেরেছি। ধন্যবাদ সকল অনুদান দাতাকে যারা আমাদের আরডিএন গ্রুপের উপর টানা ৪ বছর অবিচল আস্থা রেখেছেন।
� নোয়াখালী জেলার মাইজদি বাজার, মাইজদী স্টেশন, হরিনারায়নপুর, মাইজদী কোর্ট, পুলিশ লাইন, লক্ষ্মীনারায়ণপুর, রাজারামপুর, সোনাপুর, খলিফার হাট, আক্তারমিয়ার হাট, সুবর্ণচর, চর রমিজ এলাকার মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
� এবারের রোজা অন্য সকল বারের চেয়ে ভীষন অন্য রকম। এবার মানুষের সহায়তা লাগছে বেশি। সকলে এগিয়ে এলে আপনার দেয়া অনুদান দিয়ে আরডিএন পৌঁছে দিবে দরিদ্র মানুষের মাঝে উপহার। আমরা এখনো অনুদান নিচ্ছি কারন আমাদের সামনে রয়েছে ঈদ আর এই ঈদে আপনার সহায়তা পারে একটি পরিবারের ঈদের দিনের খুশি আকাশসম করে দিতে। আপনি চাইলে একটি পরিবারের ঈদের দিনের দায়িত্ব নিতে পারেন। আপনার দেয়া সামান্য উপহার তাঁদের জন্য ঈদের দিনে ঈদের চাঁদের মতোই আনন্দ বয়ে আনবে এই কামনা করি।
� বিভিন্ন জায়গায় বিতরণের কারনে ছবিগুলো একসাথে তোলা যায় নি। অনেকেই ছবি তুলতে চায় নি, আমরাও কাউকে জোর করিনি ছবি তুলতে এখানে যা আছে তাঁদের অনুমতি নিয়েই এই ছবি তোলা হয়েছে এবং আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছবিতে চেহারা দেখা যাওয়ায় এই খানে দেই নি।