পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা

গতকাল গ্রুপের একজন ভলেন্টিয়ার মারফত জানতে পারি নোয়াখালী সদরের পশ্চিম রাজারামপুর গ্রামে মোঃ রাসেল নামে একজন পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তি আছেন যিনি বেশ কয়েকবছর আগে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে যখম হোন। এর ফলে ওনার কোমরের হাড় ভেঙ্গে যায়। পরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা শেষে ফেরত আসে বাড়িতে। এর মধ্যে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায় যার কয়েকটি সেরে গেলেও এখন পর্যন্ত একাধিক ক্ষত রয়েছে তার শরীরে। আর হাড় ভেঙ্গে যাওয়ায় তিনি আর চলাচল করতে পারেন না এবং তার দুটি পা একেবারে সরু হয়ে গেছে। তাই তার সময় কাটে এখন বিছানায়। আর এমতাবস্তায় একটি এয়ার বেড হলে তার জন্য ভীষণ উপকার হতো। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই তার সাথে যোগাযোগ করে তাকে আশ্বস্থ করি আমরা চেষ্টা করবো তার জন্য কিছু করার। রাতের মধ্যেই এক প্রবাসী ভাই এই বেডটি কেনার অর্থের যোগান দেন। আর আজ আমরা তা কিনে মোঃ রাসেলের বাসায় তা পৌঁছে দিয়ে আসি সাথে তার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেই। এই মুহুর্তে হয়ত তার কিছুটা সমস্যার সমাধান হলো কিন্তু যেহেতু তার ২টি ছেলে মেয়ে ও পরিবার আছে আর সে নিজে অক্ষম কিছু করতে পারে না তাই তার পাশে এসে দাঁড়াবার সুযোগ রয়েছে। সকল বিত্তবান মানুষদের অনুরোধ করবো রাসেলের পাশে এসে দাঁড়াতে যাতে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় বা এমন কিছু করে দেয়া যাতে করে তার সংসার পরিচালনার একটা নিশ্চিত আয়ের উপায় হয়।

ধন্যবাদ জানাই গ্রুপের ঐ প্রবাসী ভাইকে যার মাধ্যমে রাসেল ভাইয়ের কিছুটা উপকার হলো।-