দরিদ্র ছাত্রীর ডিগ্রি ২য় বর্ষের বই

(২৮-০২-২০২১) আরডিএন গ্রুপে আমাদের এক ভলেন্টিয়ার তার পরিচিত একজন দরিদ্র ছাত্রীর ডিগ্রি ২য় বর্ষের বই দরকার ১ সেট, এমন একটি পোস্ট করে, তার কিছুক্ষনের মধ্যেই গ্রুপের একজন মেম্বার ও শুভানুধ্যায়ী দ্রুত এগিয়ে এসে ঐ বই গুলো কিনে দেবার ব্যবস্থা করে দেন। আমরা আমাদের ভলেন্টিয়ারের হাতে দরকারী বইগুলো তুলে দেই৷

সে দু হাত তুলে দোয়া করেছে। এমন ছোট ছোট ভালো কাজ গুলোই আমাদের শান্তি।।