রমজান ২০১৯ এ আর ডি এন এর চট্টগ্রাম টিমের আয়োজনে এতিমদের জন্য আয়োজিত ইফতারঃ
রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের চট্টগ্রাম টিমের উদ্যোগে মদিনাতুল উলুম আল-ইসলামীয়া মাদ্রাসা, টাইগারপাস, চট্টগ্রামে এতিমখানায় ১৭-০৫-২০১৯, শুক্রবার আয়োজিত হলো ইফতার এর। এটি আরডিএন চট্টগ্রাম টিমের প্রথম উদ্যোগ। সফল ভাবে আয়োজিত হলো। বিশেষ ধন্যবাদ জানাই অবনী অনার্য ভাই, রবিন, আনোয়ার ভাই, তাসলিমা আপা, রাজু ভাই, রিয়াজ ভাই, আকাশ ভাই, আজগর ভাই ও এডমিন শুভ কে। এই রোজায় আমাদের এটি প্রথম ইফতার আয়োজন। এই দিনে মোট ৪০জন এতিমকে ইফতার করানো হয় টিমের পক্ষ থেকে।
২০১৯ এ মোট ৫টি এতিমখানায় ইফতার ও রাতের খাবার আয়োজন করা হয়ঃ
মদিনাতুল উলুম আল-ইসলামীয়া মাদ্রাসা, টাইগারপাস, চট্টগ্রাম
তারিখঃ ১৭-০৫-২০১৯ শনিবার
সংখ্যাঃ ৪৫জন
এতিমখানাঃ আল জামেয়াতুল ইসলামীয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসা ও এতিমখানা, আমানতপুর, বেগমগঞ্জ, নোয়াখালী।
তারিখঃ ২৫-০৫-২০১৯ শনিবার
সংখ্যাঃ ৪০জন
হযরত আবু বকর (রাঃ) নুরানী মাদ্রাসা,হেফজ খানা ও এতিমখানা, আক্তার মিয়ার হাট,মোহাম্মদপুর, সুবর্নচর।
তারিখঃ ২১-০৫-২০১৯ শনিবার
সংখ্যাঃ ৪৫জন
মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা, মতিপুর, সোনাপুর।
তারিখঃ ২১-০৫-২০১৯ শনিবার
সংখ্যাঃ ৩৫জন
এতিমখানাঃ জাহানাবাদ দারুল উলুম আহমদীয়া কাওমী মাদ্রাসা, দানামিয়া বাজার, নোয়াখালী। তারিখঃ ২৭-০৫-২০১৯ সোমবার
সংখ্যাঃ ৪৫জন