বৃদ্ধাশ্রমে ঈদ বস্ত্র বিতরণ – ২০১৮

টিসিএম হালিমা মাহুমুদা স্বপ্নকুঞ্জ বৃদ্ধাশ্রমে আমরা:
২৫জন বৃদ্ধ/ বৃদ্ধাকে তুলে দেই ঈদের পোষাক (শাড়ি ও পাঞ্জাবী) ও আয়োজন করি ইফতারের। যা ছিলো আমাদের জন্য অন্য রকম এক ভালো লাগার আয়োজন। বৃদ্ধাশ্রমের প্রধান কর্তাব্যক্তিটি ছিলো বেশ অতিথিপরায়ন ও বন্ধুসুলভ আমরা গ্রুপের পক্ষ থেকে অনেকটা সময় ছিলাম তাঁদের সাথে, জীবনের কিছু ভালো সময় কাটিয়ে এসেছি এই মানুষগুলোর সাথে।