রমজান ২০১৯ এ ২৫ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণঃ
আলহামদুলিল্লাহ মেম্বারদের সহযোগিতায় ও রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের আয়োজনে ১৭-০৫-২০১৯, শুক্রবার তারিখে ২৫টি অসহায় দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী সহায়তা প্রদান করা হলো।
আজ সকাল ১০টায় আমরা নোয়াখালীর বিভিন্ন এলাকার মোট ২৫টি অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দেই ১৫টি রোজার সমপরিমান বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি:
ছোলা ২ কেজি
পেয়াজ ২ কেজি
২০০গ্রাম মরিচ গুড়া ১ প্যাকেট
২০০ গ্রাম হলুদ গুড়া ১ প্যাকেট
লবন ১কেজি ১ প্যাকেট
মুড়ি ১কেজি ১ প্যাকেট
সয়াবিন ১লিটার ১ বোতল
খেজুর ৫০০গ্রাম ১ প্যাকেট
চিনি ১কেজি ১ প্যাকেট
আলু ২ কেজি
গুড়া দুধ ২৫০গ্রাম ১ প্যাকেট
সেমাই ৫০০গ্রাম ১ প্যাকেট
যাদের হাতে এই পণ্যগুলো তুলে দেয়া হলো তারা নিতান্তই দরিদ্র, এতোটাই দরিদ্র যে এক বেলার খাবার যোগাড় হলে অন্য বেলার জন্য অপেক্ষা করতে হয় মাঝে মাঝে এক বেলা খেয়েই এক দিন পার করতে হয়। শান্তি লাগছে সঠিক জায়গায় সাহায্যটা পৌঁছে দিতে পেরেছি। (বিঃদ্রঃ ২৫টি পরিবারের অনেককেই আমরা বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি দ্রব্যাদি। কেউ কেউ ছবি তুলতে চান নি তাই জোর করিনি।)