রোজার ঈদ ২০১৯, পথশিশুদের ঈদ পোশাক বিতরণঃ
ঈদ হবে কি হবে না তা নিয়ে চলছিলো দ্বিধা দ্বন্দ, কিন্তু আমাদের একঝাঁক ভলেন্টিয়াররা তখন এদিক ওদিক খুঁজে বের করছিলো এক এক করে পথশিশু, দরিদ্র মহিলা ও পুরুষ যাদের ঐ চাঁদ কপাল হয়নি চাঁদরাতে ঈদের পোষাক হাতে করে বাড়ি ফেরার। এমন মানুষই খুঁজে খুঁজে বের করা হলো প্রায় ৩৫ জনের মতো। ২ বছরের বাচ্চা থেকে ৭০ বছরের বয়স্ক সবাই ছিলো এই তালিকায়। এবার চিন্তা হলো এদের কি দেয়া যায়? ইতিমধ্যে চৌমুহনী থেকে “সেভেন ব্র্যান্ডের কর্ণধার” কিছু ছেলেদের ও মেয়েদের জামা পাঠিয়ে দিলেন। আবার আমাদের এক এডমিন তার মামার দোকান থেকে কিছু জামা নিয়ে এলেন। তাতে করে প্রায় ১২টি মেয়ে ও ৭টি ছেলের পোশাকের ব্যবস্থা হয়ে গেলো। এবার বাকি রইলো আরো ৭টা ছেলে ১১জন মহিলা ও ১জন পুরুষ। এদের সবাইকে নিয়ে একটা দোকান থেকে কিনে দেয়া হলো তাদের পছন্দ মতো জামা, শাড়ি ও পাঞ্জাবি। এভাবে ঈদের খুশি বিলিয়ে আরডিএন বাহিনীর বাসায় ফিরতে ফিরতে রাত তখন ১২টা। এদিকে আকাশে ঈদের সেই প্রিয় চাঁদ আর সাথে বাজছে “ও মোন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ”
এটাই ঈদ, এটাই উৎসব, এটাই বাংলাদেশ তদুপরি নোয়াখালী সকলের মুখে হাসি ফুটিয়ে তবেই ঈদ পালন করে সবাই।।
বিশেষ কৃতজ্ঞতা জানাইঃ SEVEN The Brand Shop, Morshed Alam Complex, Chowmuhoni, Noakhali