১৫জন পথশিশু ও পঙ্গু দরিদ্রকে আমরা প্রদান করি ঈদের জামা:
১৩-০৬-২০১৮ তারিখে আমাদের গ্রুপের এডমিন বাহিনী ও ভলেন্টিয়ার বাহিনী বের হয়েছিলো মাইজদি শহরে একসাথে। তারপর খুঁজে খুঁজে বের করা হলো ১২টি বাচ্চাকে আর ৩জন অসহায় পঙ্গু বৃদ্ধকে। এরপর এক একজনকে হাতে ধরে নিয়ে যাওয়া হয় দোকানে। নিয়ে তাদেরকে বলা হয় যাও পচ্ছন্দ করো নিজের “ঈদের জামা”। আহা!! কি খুশি এক একটা বাচ্চা, বৃদ্ধ। চোখে মুখে আনন্দ, মুখ ভর্তি হাসি। এক একটা বাচ্চা যেনো ঈদের আগেই ঈদের চাঁদ হাতে পেয়ে গেল।৮জন ছেলে পছন্দ করে ঈদের শার্ট আর প্যান্ট। ২জন মেয়ে পছন্দ করে থ্রি পিস আর দুইজন স্কার্ট। ৩জন পঙ্গু অসহায় বৃদ্ধ পছন্দ করেন পাঞ্জাবী।