আমাদের বৃক্ষরোপণ

বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন স্থানে ও যে সকল বিদ্যালয়ে পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম করেছি সে সকল বিদ্যালয়ের চত্তরে ৫-১০টি মহামূল্যবান গাছ রোপন করি (৫টি ফলজ ৫টি বনজ অন্তত)। আমাদের বৃক্ষরোপণের এই ধারা অব্যহত থাকবে।