রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের শীতবস্ত্র বিতরণ ২০১৯ এর আয়োজনে আমরা নিম্নোক্ত স্থানে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করিঃ
১। সওদাগর বাজার, সুবর্নচর,
২। কলার হাট, সুবর্নচর,
৩। কাঞ্চন বাজার, সুবর্নচর,
৪। পরিস্কার বাজার, সুবর্নচর,
৫। সৈকত ডিগ্রি কলেজ, সুবর্নচর,
৬। চর নংগলীয়া, (হাজীপুর), সুবর্নচর,
৭। আক্তার মিয়ার হাট, সুবর্নচর,
৮। বয়ার বাজার, (ভাটিরটেক, ধর্মপুর,) সদর,
৯। সোনাপুর রেল স্টেশন, সদর,
১০। পূর্ব লক্ষ্মীনারায়ণপুর, সদর,
১১। পশ্চিম রাজারামপুর, সদর,
১২। হরিনারায়ন পুর, সদর,
১৩। রাজগঞ্জ, সদর,
১৪। জয়কৃষ্ণপুর, বেগমগঞ্জ,
১৫। মোহাব্বতপুর, বেগমগঞ্জ,
১৬। চৌমুহনী রেল স্টেশন, বেগমগঞ্জ,
১৭। পাইকপাড়া, সাধুরখিল, খিলপাড়া, চাটখিল,
১৮। আশ্রাফপুর,বাটইয়া, কোম্পানীগঞ্জ।
আমরা ২টি দলে ভাগ হয়ে মূলত ১৯ – ২১ জানুয়ারী ২০১৯ তারিখে মোট ১৮টি স্থানে প্রায় ৩৫০টি কম্বল ও শীতবস্ত্র বিতরণের কাজ করি। তার মাঝে একদল সদর ও বেগমগঞ্জ এবং অন্যদল সুবর্নচর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণে অংশ নেয়৷ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন হয়। আমরা মূলত গ্রুপের মেম্বারদের থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
#শীতবস্ত্র_বিতরণ_২০১৯