শহিদ মিনার, মুক্তিযুদ্ধ স্তম্ব ও বিজয় মঞ্চ ০৪-০১-২০১৯

শহিদ মিনার, মুক্তিযুদ্ধ স্তম্ব ও বিজয় মঞ্চে পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ
মহাধুমধামে শেষ হয়েছিলো নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কিন্তু তারপর? কিন্তু কাজের কাজটা সবাই না করে ফেলে চলে গেছেন। আর তাহলো ১৫-২০ দিনের ইচ্ছেমত এদিক ওদিক ছড়ানো ময়লা। মাঝে ১৯ ডিসেম্বর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে পুরো মেলা পরিচ্ছন্ন করেছিলাম এবং মেলায় ডাস্টবিন দিয়েছিলাম অনেকগুলো।

০৪-০১-২০১৯ ছিলো শহিদ মিনার, মুক্তিযুদ্ধ স্তম্ব, বিজয় মেলা মঞ্চ ও এর আশে পাশে পরিস্কার করার কাজ। আমাদের একার পক্ষে কখনই সম্ভব না এই বিশাল শহর পরিচ্ছন্ন রাখা। আমরা শুধু পথ দেখাতে পারি, সচেতন করতে পারি এর বেশি কিছু না। আমরা হতাশ হই না আমরা করেই যাবো দেখি যদি পরিবর্তন হয় মানুষের স্বভাবের।