শহিদ ভুলু স্টেডিয়াম – ১৪-১২-২০১৮ থেকে ১৬-১২-২০১৮

১৪-১২-২০১৮ থেকে ১৬-১২-২০১৮ তারিখ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস ২০১৮ উপলক্ষে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপ কর্তৃক আয়োজিত ধারাবাহিক পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের একটি বিশেষ আয়োজন পরিচালিত হয় শহিদ ভুলু স্টেডিয়ামে। জেলা প্রসাশক মহোদয়ের অনুমতিক্রমে সকলের মাঝে “মন সুন্দর যার সে রাখে দেশ পরিস্কার” এই বার্তা ছড়িয়ে দিতে ১৪-১৫ ডিসেম্বর ২০১৮ পুরো স্টেডিয়ামের মাঠ, গ্যালারি ও সামনের অংশ সম্পুর্ণ পরিচ্ছন্ন করা হয়। গ্রুপের প্রায় ৫০জন স্বেচ্ছাসেবী তিন দিনের এই কার্যক্রমে অংশগ্রহণ করে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সম্মাননাঃ
১৬-১২-২০১৮ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে RDN আয়োজিত পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের দ্বারা আমরা অর্জন করি এক বিশেষ সম্মাননা। ৩ দিনব্যাপী পরিচালিত এ আয়োজনে আমাদের অবদানে খুশি হয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব তন্ময় দাশ স্যার সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমাদের টিমের হাতে। এটি ছিলো আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি কোন বিশেষ সম্মান।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব তন্ময় দাশ স্যার সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমাদের টিমের হাতে।