শহীদ মিনার ২২ ফেব্রুয়ারী ২০২০

হুম ঠিক দেখছেন মাত্র এই পাঁচজন মিলেই এই পুরো শহীদ মিনারে ফেলে যাওয়া আবর্জনা পরিস্কার করেছে।। কেনো করেছে জানেন?? শুধুই নিজ জেলার নিজ শহরের ও নিজ সংগঠন এর প্রতি সামান্যতম দায়বদ্ধতা থেকেই তাদের এই অস্থিরতা যে না যে করেই হোক পরিচ্ছন্ন করতে হবে শহীদের বেদী।। আমরা সাধারনত শহীদ মিনারে ফুল দেই না কারন এইটাই চাইনা সেই ফুল দিন শেষে ময়লায় রূপ নেয়। আমরা অপেক্ষায় থাকি কখন একুশের আড়ম্বর শেষ হবে, আর আমরা ছুটে যাবো প্রিয় শহীদের স্মৃতিস্তম্ভ পরিচ্ছন্ন করবো।
পর পর দুই বছর আমরা এই পরিচ্ছন্নতার কাজ করছি।। ভালোই লাগে ছোট ছোট মানুষ হয়েও বিশাল একটা কাজ করতে পারি কেমন জানি দেশ প্রেম অনুভুত হয়। কাজ শেষে মনে হয় ঐ দূর থেকে নিশ্চয়ই সালাম, রফিক, বরকত, জব্বর আরো যারা শহীদ হয়েছেন নাম না জানা তারা ফিক করে মুচকি হেসে দিয়েছেন। আর কি লাগে বলেন?? এটাই প্রাপ্তি আমাদের।। এটাই আমাদের দায়বদ্ধতা।।

ভালোবাসার আরডিএন
#একুশে_ফেব্রুয়ারি_২০২০