২০১৯ সালের সর্বশেষ পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমে আজ ছিলাম আমরা সকাল ১০টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রাঙ্গণে। আমরা আজ পরিচ্ছন্নতার সাথে সাথে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি সচেতনতা নিয়ে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে ও মেলা প্রাঙ্গণে বিভিন্ন গুরুত্বপূর্ন লোকেশনে আমরা সচেতনতার দিক নির্দেশনার কিছু ছোট সাইন বোর্ড লাগিয়ে দিয়েছি। হুম জানি ভীষণ ক্ষুদ্র একটি কাজ এই বিশাল মেলার তুলনায়। তবুও আত্মতৃপ্তি খুব সামান্য হলেও কিছু একটা করার চেষ্টা করেছি। দু একজন মানুষও যদি লেখাগুলো পড়ে সচেতন হন তাতেই আমাদের পরিতৃপ্তি। ধন্যবাদ সকল টিম মেম্বারদের যারা আজ ছিলেন মেলা প্রাঙ্গণে। সকলের সহযোগিতায় একদিন সুন্দর পরিচ্ছন্ন একটি জেলা হবে নোয়াখালী।