প্রবাসে নোয়াখালী

প্রবাসে নোয়াখালী:
নোয়াখালীর যারা প্রবাসে আছেন এবং আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপে নিয়মিত লাইক, কমেন্ট, পোস্ট করেন, আশা করি তারা আমাদের গ্রুপে এসে নোয়াখালীকে খুঁজে পান। আমরাও চাই আপনাদের শত ব্যস্ততার পর আরডিএন যদি আপনাদের সামান্য বিনোদনের মাধ্যম হতে পারে হয়ত তাই আমাদের স্বার্থকতা। সবাই প্রবাসীদের থেকে খালি চায় আর চায়। সবাই ভাবে তারা সোনার হরিণ। কিন্তু আমরা এবার ভাবলাম অন্যভাবে, ভাবলাম আপনাদের জন্য সামান্য কিছু করা যায় কিনা। হয়ত কিছুই না শুধুই ভালোবাসা বা এমন একটা সুযোগ, কথা বলার একটা জায়গা। যেখানে মন খুলে কান্না হাসি ভাগ করে নিবেন আমাদের সাথে, আড্ডা হবে মন খুলে।
এই লক্ষ্যে নোয়াখালীর ফেসবুক গ্রুপ গুলোর মধ্যে এই প্রথম আমরা “প্রবাসে নোয়াখালী” নামে একটা ধারাবাহিক লাইভ আড্ডা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন থেকে প্রতি মাসে ২টা করে লাইভ আড্ডা হবে যাতে যুক্ত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নোয়াখালীর মানুষরা। এই আড্ডায় তারা জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না, পরিশ্রম, ত্যাগ আমাদের মধ্য দিয়ে সবার সাথে, নোয়াখালীর মানুষের সাথে তথা প্রিয়জনের সাথে ভাগ করে নিবেন।

পর্ব ১
পর্ব ২
পর্ব ৩