আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের “পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” এর একটি অংশ “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম”। এটি আমাদের ৩য় শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন। আমরা গ্রুপের সবাই একসাথে “ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” মিলিত হয়েছি, সাথে ছিলো প্রায় ৩৫০ এর মতো ছাত্র/ ছাত্রী, শিক্ষক, অভিবাবক, আমাদের লাইট ও ভলেন্টিয়াররা। এই দিনে আমরা বাংলাদেশ তথা নোয়াখালীর গর্ব ১১বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার কনক কর্মকারকে প্রথমবারের মতো সংবর্ধনা দেই। এটি ছিলো তার প্রাপ্য প্রথম সংবর্ধনা অনুষ্ঠান। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাঁকে সম্মানিত করি।
গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী নোয়াখালী চৌমুহনীর ছেলে কনক কর্মকারকে আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা দেয়া হয়। আমরাই প্রথম কোন সংগঠন এবং এমনকি ব্যক্তিগত পর্যায়েও প্রথম কেউ যারা তাকে সংবর্ধনা দিলো। কনক তার কপালের উপর ৬০০ ওয়ান টাইম গ্লাস একের উপর এক রেখে প্রায় ১মিনিট ৬সেকেন্ড ভারসাম্য রক্ষা করে রাখে। সে ইতালির এক প্রতিযোগীকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করে। সে নোয়াখালী জেলার ইতিহাসে প্রথম একজন যে কিনা বিশ্বরেকর্ড করেছে।
** আমরা শিখিয়েছি কি করে পরিচ্ছন্ন থাকতে হয়,
** জানিয়েছি কি করে সচেতন ভাবে বাঁচতে হয়,
** হাতে কলমে শিখিয়েছি কি করে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখতে হয়,
** শিখিয়েছি কি করে সঠিক নিয়মে জীবনে চলতে হয়,
** কনক কর্মকার দেখিয়েছে তার পায়ের জাদু, তার দক্ষতা যা বাচ্চাদের অনুপ্রাণিত করেছে বেশ।
“পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” – যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া।
এবারের স্কুল ছিলোঃ
ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (শনিবার)
মোট শিক্ষার্থী ৩৫০জন।