শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী ২০২০

চিত্রাঙ্কন প্রদর্শনী, পুরস্কার বিতরনী ও শিক্ষা উপকরণ বিতরণঃ ২১শে ফেব্রুয়ারি ২০২০এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি একটু ভিন্ন ভাবে পালন করলো আরডিএন। গত ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো আরডিএন এর আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে দেশাত্ববোধক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মোট ২টি বিভাগে প্রায় অর্ধশত শিশু কিশোর অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এছাড়া আমাদের গ্রুপে চলছিলো তিনটি বিভাগে মোট ৩ ধরনের প্রতিযোগিতা (কবিতা লেখা, ছবি তোলা ও গান গাওয়া) সেখানেও প্রায় ৫০ এর অধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। এ সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশু কিশোরদের অঙ্কিত চিত্র প্রদর্শনী ছিলো গতকাল ২১শের মহান দিনে মাইজদিতে বিজয় মঞ্চের পাশে কচিকাঁচার প্রাঙ্গণে। বিকাল ৪টা থেকে ৭টা অব্দি প্রথম বারের মতো নোয়াখালীতে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় এই আয়োজনে। বাচ্চারা নিজেদের অঙ্কিত ছবির পাশে দাঁড়িয়ে, কখনো একা, কখনো বাবা মায়ের সাথে আবার কখনো আমাদের টিম মেম্বারদের সাথে ছবি তুলে এই দিনটিকে স্মরণীয় করে রাখে। এইদিন আমরা মোট চিত্রাঙ্কনের ২ বিভাগে ৬জন বিজয়ী অনলাইন প্রতিযোগিতায় ৩ বিভাগে ৩জন বিজয়ীকে ও একজন সুবিধাবঞ্চিত ছাত্রকে একজন প্রবাসী ভাইয়ের সৌজন্যে ডিগ্রি প্রথম বর্ষের এক সেট বই, খাতা ও কলম প্রদান করি। মাত্র ৩ ঘন্টা ব্যাপী এই আয়োজন সত্যিই আমাদের জন্য একেবারেরই ভিন্ন মাত্রার ছিল। একই সাথে একটি অনলাইন ভিত্তিক সংগঠনের ব্যানারে এই শিক্ষামূলক আয়োজন আগত দর্শনার্থীদের ও অভিভাবকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা বিভিন্ন শিক্ষামূলক কাজ করে যাচ্ছি এবং আরডিএন এভাবেই বিভিন্ন শিক্ষামূলক কাজ করে যেতে চায় আগত দিনেও।