নোয়াখালীর ফেইসবুক গ্রুপগুলোর মিলন মেলা – ১

ফেইসবুকে নোয়াখালী” – “সবাই মিলেই নোয়াখালী।” নোয়াখালীভিত্তিক সবথেকে বড় গ্রুপ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের পরিকল্পনা ও আয়োজনে এই প্রথমবারের মতো বৈশাখ ১৪২৬ (১৪ এপ্রিল ২০১৯) এর প্রথম দিনে নোয়াখালীতে আয়োজিত হয়ে গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমের জেলাভিত্তিক গ্রুপগুলোর মিলনমেলা। এতে অংশ নেয় নোয়াখালী জেলার ৭টি গ্রুপ। জেলা প্রশাসক মহোদয় জনাব তন্ময় দাস এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। আজকের এই আয়োজনের নাম ছিলো- “ফেইসবুকে নোয়াখালী” যার মূল থিম ছিলো- “সবাই মিলেই নোয়াখালী।”

এই দিনে আমরা ভার্চুয়াল জগতের বাইরে নিয়ে আসি আমাদের গ্রুপগুলোকে সকলের জন্য। বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন (সেইফ ইন্টারনেট, নিরাপদ সড়ক, নিরাপদ খাদ্য ও নারী নির্যাতন বিরোধী), আড্ডা, বিভিন্ন ফান গেইম, প্রতিযোগিতা, প্রদর্শনী, ইত্যাদি আয়োজন ছিলো দিন ব্যাপী। বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় আজকের এই আয়োজনে এবং এতে করে সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিকগুলো উঠে আসে।

স্থানঃ মাইজদি পৌর পার্ক, ডিসি অফিসের সামনে।
তারিখঃ পহেলা বৈশাখ, ১৪২৬, ১৪ এপ্রিল, ২০১৯ সকাল ৮টা থেকে বিকাল ৫টা
অংশগ্রহণকারী গ্রুপঃ
* আর ডি এন,
* আমরা নোয়াখাইল্লা পরিবার,
* ফেরারী নেটওয়ার্ক,
* নোয়াখাইল্লা ফুডিজ,
* নোয়াখালী ফুড লাভার,
* ব্লাড হান্টার নোয়াখালী,
* এম আর ব্লাড ডোনার’স ফোরাম।
* নোয়াখালী টিভি

ফেইসবুকে নোয়াখালী” – সবাই মিলেই নোয়াখালী