আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের “পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” এর একটি অংশ “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম”। এটি আমাদের ৪র্থ শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন।
** আজ আমরা শপথ করিয়েছি পরিচ্ছন্ন থাকার
** আমরা আজ শিখিয়েছি কি করে পরিচ্ছন্ন থাকতে হয়,
** জানিয়েছি কি করে সচেতন ভাবে বাঁচতে হয়,
** হাতে কলমে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মাধ্যমে শিখিয়েছি কি করে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখতে হয়,
** শিখিয়েছি কি করে সঠিক নিয়মে হাত ধুতে হয়।
** হাতে তুলে দিয়েছি সামান্য উপহার, শিক্ষা উপরকরণ একটি করে কলম।
“পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” – যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া।
এই পর্যায়ের মাদ্রাসাঃ
রহমানিয়া মাদ্রাসা, গোপীনাথপুর, শিবপুর।
তারিখঃ ১০ মার্চ ২০১৯ (রবিবার)
মোট শিক্ষার্থী ৩০০জন।