পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম – আমরা ডেটল বাংলাদেশ ও চ্যানেল আই আয়োজিত “পরিচ্ছন্ন বাংলাদেশ” সামাজিক উদ্যোগ থেকে উদ্ভুদ্ধ হয়ে গ্রুপের পক্ষ থেকে নোয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নেই – “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন” যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া। সেই উদ্যোগের প্রথমেই ছিলো ১০-০২-২০১৮ তারিখে নোয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহনে আমাদের প্রায় অর্ধ দিনের “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন” উদ্যোগটি বেশ সফল ভাবে সম্পন্ন হয় যা পরবর্তীতে চ্যানেল আইয়ে ডেটল পরিচ্ছন্ন বাংলাদেশ অনুষ্ঠানে দেখানো হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রীদের তার নিজের ক্লাসরুম পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন ও ডেমো দেয়া হয়। তাদেরকে মূলত আমরা একটা প্রতিযোগীতায় নিয়ে যাই যাতে করে সকলের মধ্যে উৎসাহ কাজ করে। এরপর বিদ্যালয়ের খেলার মাঠ পরিস্কার করা হয় একদল ছাত্র ছাত্রীদের প্রতিযোগীতামূলক অংশগ্রহণের মাধ্যমে। তাদেরকে আরো পরিচ্ছন্নতার বিষয়ে বিস্তারিত শেখানো হয় সাথে সাথে তাদেরকে হাত ধোঁয়ার সঠিক কৌশল শেখানো হয়। সবশেষে সভাপতি, প্রধানশিক্ষক ও এডমিনদের শুভেচ্ছা বিদায়ী বক্তব্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান যা আগামীতে নোয়াখালী জেলার মোট ১৪টি শিক্ষাঙ্গনে পর্যায়ক্রমে একই ভাবে পরিচালিত হবে।
এবারের স্কুল ছিলোঃ
মাইজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
তারিখঃ ১০ ফেব্রুয়ারি ২০১৮ (শনিবার)
মোট শিক্ষার্থী ৩০০জন।