RDN Activities

মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। এই বার্তা ছড়িয়ে দিতে ও অন্তরে ধারন করাতে ফেব্রুয়ারি ১০, ২০১৮ থেকে শুরু হয় আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের প্রধান কার্যক্রম- “পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” আর এর একটি অংশ হলো “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” মূলত এই দুইয়ে মিলেই “আরডিএন পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম”।

নোয়াখালী শহিদ মিনারে ২১শে ফেব্রুয়ারি ২০২০ পরবর্তী পরিচ্ছন্ন কার্যক্রম

পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের আওতায় আমরা মাইজদি শহর ও এর আশে পাশে বিভিন্ন পাবলিক স্থানগুলোতে পরিচ্ছন্নতার কাজ করে থাকি। ইতোমধ্যে জেলা শহরের সকল বিশেষ স্থানগুলোতে আমরা আমাদের পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম পরিচালনা করেছি।

ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রমের একটি মুহুর্ত

* পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রমে আমরা কি করি?
* আমরা দেখাই কি করে পরিচ্ছন্ন থাকতে হয়,
* জানাই কি করে সচেতন ভাবে বাঁচতে হয়,
* হাতে কলমে শিখিয়ে দেই কি করে বিদ্যালয়ের মাঠ, শ্রেণীকক্ষ একই সাথে নিজের বাড়ি ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে হয়,
* শিখিয়ে দেই সঠিক নিয়মে হাত কি করে ধুতে হয়,
* রাস্তাচলাচলের নিয়ম, বাল্যবিবাহ ও মাদক বিরোধী, ডেংগু ও করোনা ভাইরাস ইত্যাদি নিয়ে

সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করি,
আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া।

“পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” ও “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” – যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে।

এ যাবতকালের সকল পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম দেখতে বা জানতে এই লিংকে ক্লিক করুন।

এ যাবতকালের সকল পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম দেখতে বা জানতে এই লিংকে ক্লিক করুন।

আপনার সহায়তায় আমাদের গ্রুপের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। আপনার অনুদান আমরা সাদরে গ্রহণ করছি। অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ
019111-111-37
[email protected]
[email protected]

bn_BDBengali